ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম
আজকের বিষয়বস্তু হলো ব্রাউজার/এন্ড্রোয়েড/আইওএস এপসের মাধ্যমে ইউটিউব/ফেসবুক বা অন্য কোন সাইট থেকে ভিডিও ডাউনলোড করার উপায় গুলো নিয়ে বিস্তারিত (স্টেপ বাই স্টেপ)
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার বিস্তারিত জানতে দেখুন
তো আসুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল বিষয়বস্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনায়।
ইউটিউব ভিডিওঃ-
সবাই জানি যে,ইউটিউব হলো গুগলের মালিকানাধীন একটি ভিডিও স্ট্রিমিং ও আপলোড শেয়ারিং সাইট। আর এটাও জানি যে, ইউটিউব কি কাজের জিনিস। ইউটিউব এতোই জনপ্রিয় যে, বিশ্বের সর্বাধিক ভিজিট কৃত সাইটগুলোর সেরা ৩ টির মধ্যে একটি। এমন কোন সমস্যার সচিত্র সমাধান বা এমন গান, সিনেমা খুজেই পাওয়া দুস্কর যা ইউটিউব এ নাই। কোন বিষয়ে জানার বা শেখার ব্যাপার থাকলে সেটার সচিত্র রুপ টা বেশী কার্যকরী। একারনে মানুষ এখন লিখিত আর্টিকেল এর বদলে ভিডিও বেশী খোজে। মজার ব্যাপার হলো, ইউটিউব এতই সমৃদ্ধশালী ভিডিও শেয়ারিং ওয়েবসাইট যে, কোন গান বা সমস্যার সমাধান সার্চ করে কেউ নিরাশ হয় না। সঠিক কিওয়ার্ড টি লিখে সার্চ দিলে সবকিছুর ব্যাপারে ইউটিউব কনটেন্ট পাওয়া যায়। যা দেখে কাঙ্ক্ষিত সমস্যার সমাধান পাওয়া যায়। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ইউটিউব খুবই কার্যকরী ভুমিকা পালন করছে। আপনার কাছে যদি একটি স্মার্ট ফোন আর ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে ইউটিউবের মাধ্যমে ইন্টারনেট সম্পর্কে অল্প জানা শুনা যে কোন মানুষকে আপনি তাক লাগিয়ে দিতে পারেন। তাকে জিজ্ঞেস করুন, এই মুহুর্তে সে তার পছন্দের কোন গান টি শুনতে চায়। এবার তার পছন্দের গানের প্রথম দুটো লাইন ইউটিউব সার্চ বক্সে লিখুন। আমি নিশ্চিত ইউটিউব আপনার সামনে সেই গানটি হাজির করে ফেলবে, এবার জাস্ট Play বাটনটি চাপুন। গানটি শুরু হয়ে যাবে। অনেক মজার না? ভিডিও দেখার প্রতি মানুষের আগ্রহ বিবেচনা করে সম্প্রতি ফেসবুকও সহজেই ভিডিও দেখার সুযোগ করে দেয়।এটিও দিনকে দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু দুঃখের বিষয়, ইউটিউব এ ভিডিও ডাউনলোড করার কোন অপশন থাকে না। কিন্তু অনেক সময় ভিডিও ডাউনলোড করার প্রয়োজন হয়ে পড়ে।যদিও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড প্রক্রিয়াটি বৈধ নয়।ইউটিউব এটা পছন্দ করে না যে কেউ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুক। তাই একমাত্র এন্ড্রোয়েড ও আইওএস এর ইউটিউব এপ্লিকেশন ছাড়া আর অন্য কোন ভাবে ভিডিও ডাউনলোড করা ইউটিউব সমর্থন করে না।যদি এপস দিয়ে ডাউনলোড করা ভিডিও আপনার মিডিয়া গ্যালারীতে পাবেন না।এমবি না থাকলে বা ডাটা কানেকশন অফ থাকলেও ইউটিউব এপ্লিকেশান ওপেন করে ডাউনলোড করে রাখা ভিডিও গুলো দেখা যাবে। এর বাইরে আর যত রকম ভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউবলোড করা হয় সেগুলো আইনগতভাবে বৈধ নয়।তবে কিছু শিক্ষামূলক টিউটোরিয়াল,বিনোদন মুলক ভিডিও কপিরাইট ফ্রি থাকে। তবে,মানুষ থেমে যায়নি।প্রয়োজনের তাগিদে এমন অনেক বিকল্প পদ্ধতি বের হয়েছে যেগুলো ব্যবহার করে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। কখনো একান্ত প্রয়োজন দেখা দিলে এই পদ্ধতি গুলো ব্যবহার করে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা করতে পারবেন।
yt1s.com দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়মঃ-
ব্রাউজার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অতি জনপ্রিয় ও সহজ একটি ওয়েবসাইট হলো yt1s.com। এই সাইট টি ব্যবহার করে আপনি ভিডিও কনভার্ট করে নিতে পারবেন।এমনকি ফেসবুক ভিডিও গুলোও একই পদ্ধতিতে ডাউনলোড করে নিতে পারবেন।
শুধু ইউটিউবে আপনার পছন্দের ভিডিওটি বের করে এড্রেসবার থেকে ইউ আর এল বা লিংকটি কপি করে এনে
এই সাইটের ইউ আর এল বক্সে পেষ্ট করে দিলে ভিডিওটির ডাউনলোড অপশন চলে আসবে।ভিন্ন ভিন্ন ফরম্যাট এবং রেজুলেশনে ডাউনলোড করার উপায় থাকবে এখানে।আপনার পছন্দের ফরম্যাট বেছে নিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার কাজ শেষ।
ব্রাউজার দিয়ে ভিডিও ডাউনলোড করার উপায়:-
magic (www.youmagictube.com) শব্দটি বসিয়ে দিয়ে এন্টার দিন। আপনার সামনে load options
এখানে নীচে ডানদিকে তিনটি ডট চিহ্ন দেখা যাবে।তিন ডটে ক্লিক করলেই Download বাটনটি পাবেন,
Download বাটনটি চেপে একটু অপেক্ষা করুন। ডাউনলোড ১০০% সম্পুর্ন হলে ভিডিওটিকে আপনার গ্যালারী তে দেখতে পাবেন। আরোও অনেক পদ্ধতি তে ইউটিউব থেকে ডাউনলোড করা যায়। তার মধ্যে এটি একটি সহজ পদ্ধতি।
এন্ড্রোয়েড দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোডঃ-
ডেক্সটপ বা ল্যাপটপের মতো এন্ড্রোয়েডের ব্রাউজার ব্যবহার করে সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
Vidmate দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডঃ-
Tubemate দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোডঃ-
এন্ড্রোয়েড ইউজার রা Tubemate ব্যবহার করতে পারেন।Tubemate এন্ড্রোয়েড এপসটি গুগল প্লে ষ্টোর থেকে সরাসরি Tubemate ইনস্টল করতে পারেন।
Tubemate এপসটি ওপেন করলে এর মধ্যে আপনি সব ইউটিউব ভিডিও গুলো দেখতে পাবেন এবং ভিডিওর নীচে ডাউনলোড অপশনটি দেওয়া থাকে।
এছাড়াও আরোও এমন অনেক এপ্লিকেশান আছে যেগুলো দিয়ে ইউটিউব থেকে সহজেই ভিডিও ডাউনলোড করা যায়।
শেষকথাঃ-
পদ্ধতি জানা থাকলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কঠিন কোন কাজ নয়।তারপরও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন